বেগুনি বিকিনিতে সোশ্যাল মিডিয়ায় আগুন ঝরাচ্ছেন ঋতুপর্ণা!

0
1

টলিউডের ‘ম্যাডাম সেনগুপ্ত’ বয়সকে অনায়াসে হার মানিয়েছেন। তাইতো যেকোনও ধরনের পোশাকে স্বচ্ছন্দ অভিনেত্রী সব বয়সের পুরুষের মনে ঝড় তুলতে পঞ্চাশের দোরগোড়ায় দাঁড়িয়েও একাই একশো। ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) মানেই কখনও গ্রাম্য মহিলা আবার কখনও দক্ষিণ কলকাতার আধুনিকা। ক্যারিয়ারে প্রায় সব ধরনের চরিত্রে অভিনয় করার পর তাঁর মহিমা আজও অপার। তাই নীল জলে বেগুনি বিকিনি পরা ঋতুপর্ণার ছবি সোশ্যাল মিডিয়ায় (Social media) দেখা মাত্রই হামলে পড়লেন নেটিজেনরা। চরম গরমে এ যেন এক টুকরো ঠান্ডা বাতাস!

বাংলা সিনেমার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বহু বছর ধরেই ভিন্নধারার ছবিতে নিজের জাত চিনিয়েছেন। সম্প্রতি উইন্ডোজের ব্যানারে তাঁর আগামী ছবি ‘দাবাড়ু’র (Dabaru) ঝলক প্রকাশ্যে এসেছে। সেখানে একেবারে সাদামাটা সাজে দেখা গেছে তাঁকে। কয়েকদিন আগে বলিউডের এক অনুষ্ঠানে শিল্পা শেট্টির সঙ্গে বিতর্কিত মুহূর্ত ঘিরে সোশ্যাল মিডিয়া শিরোনামে এসেছিলেন অভিনেত্রী। তবে এবার এলেন নিজের রূপের ঝলকানি দেখাতে। চোখে রোদচশমা, পুলের সিঁড়িতে দাঁড়িয়ে ঋতুপর্ণা যেন আগুন ধরিয়ে দিলেন সুইমিং পুলে। এ যেন সত্যিই জলপরী, বলছেন অভিনেত্রীর গুণমুগ্ধরা। তবে এই ফটোশ্যুট এখনকার নয়, প্রায় বছর পাঁচেক আগের। তাতে অবশ্য কিছু আসে যায় না কারণ এখনও তিনি ঠিক আগের মতোই রয়েছেন, মন্তব্য ফ্যানেদের।