গুজরাতের বিরুদ্ধে অপরাজিত ৮৮, ম্যাচ জিতিয়ে কী বললেন পন্থ?

0
2

গতকাল গুজরাত টাইটান্সের বিরুদ্ধে জয় পায় দিল্লি ক্যাপিটালস। শুভমন গিলদের ৪ রানে হারায় ঋষভ পন্থের দল। এই ম্যাচে ব্যাট হাতে দুরন্ত ব্যাট করেন দিল্লি অধিনায়ক ঋষভ। ৪৩ বলে ৮৮ রানের অপরাজিত ইনিংস খেলেন পন্থ। এই রানের সুবাদে ম্যাচের সেরাও হন তিনি । আর দলের হয়ে এমন পারফরম্যান্স করে উচ্ছসিত পন্থ । বললেন, মনে হচ্ছে, ছন্দ আবার ফিরছে।

ম্যাচ শেষে পন্থ বলেন, “ মনে হচ্ছে, ছন্দ আবার ফিরছে। প্রত্যেক দিন নিজের খেলায় ক্রমশ উন্নতি হচ্ছে। মাঠে নেমে নিজের একশো শতাংশ উজাড় করে দিতে চাই। সত্যি বলতে, মাঠে প্রত্যেকটা মুহূর্তে ক্রিকেটকে নতুন ভাবে উপভোগ করছি। আমরা একটাই লক্ষ্য। মাঠে নেমে নিজের সেরা খেলাটা দলের জন্য উপহার দিতে হবে।”

ম্যাচ জিতলেও একটা সময় ৪৪ রানের মধ্যে তিন উইকেট চলে যায় দিল্লির । তখন খেলতে নামেন পন্থ। সেই সময় খেলতে নেমে কী মনে হয়েছিল দিল্লি অধিনায়কের? এই নিয়ে ঋষভ বলেন, “ওই সময় পরিস্থিতিটা মোটেও সুবিধার ছিল না। আমি এবং অক্ষর প্যাটেল ক্রমাগত নিজেদের মধ্যে কথা বলে বুঝে নিতে চাইছিলাম, কীভাবে এই চাপ থেকে বেরিয়ে আসা সম্ভব। কত রান তুলতে পারি সেটা নিয়ে না ভেবে আমরা ঠিক করে নিয়েছিলাম, গুজরাত দলের মূল স্পিনারদের আক্রমণ করে ম্যাচে ফিরে আসতে হবে। সেই লক্ষ্যে স্থির থাকার ফলেই রানটা দুশোর উপরে চলে গিয়েছিল।”

আরও পড়ুন- ম্যাচ জিতিয়ে ক্যামেরার সামনে ক্ষমা চাইলেন পন্থ, কিন্তু কেন ?