একে তীব্র গরম, তার উপর একের পর এক দুর্ঘটনার জেরে মাথা খারাপ হওয়ার জোগাড় রাজ্যবাসীর। বৃহস্পতিবার সকালে প্রচণ্ড গরমের কারণেই কলকাতার হেস্টিংসের (Hestings) কাছে একটি বাসে আচমকাই আগুন লেগে যায়। বাসটি হাওড়া (Howrah) থেকে খিদিরপুর (Khiderpore) যাচ্ছিল বলে খবর। এদিন চলন্ত বাসের ইঞ্জিনের সামনের অংশে আচমকাই ধোঁয়া দেখা যায়, তারপরেই বাসে আগুন ছড়িয়ে পড়ে। এদিকে আগুন দেখা মাত্রই চালক বাস থামিয়ে দেন, তড়িঘড়ি নামিয়ে আনা হয় যাত্রীদের। পরে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসের (Bus) অধিকাংশ অংশই দাউদাউ করে জ্বলতে থাকে বলে খবর। তবে ঠিক কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক অনুমান অতিরিক্ত গরমের জেরেই এই বিপত্তি।

পুলিশ সূত্রে খবর, এদিন হাওড়া-খিদিরপুর গামী বাসটিতে সকাল সাড়ে নটা নাগাদ আগুন ছড়িয়ে পড়তে উত্তেজনা ছড়ায়। তবে দুর্ঘটনার জেরে কেউ আহত হননি। যদিও পুলিশ ও দমকল বাহিনীর প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এরপরই বাসটিকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গেলে স্বাভাবিক হয় যান চলাচল। তবে অফিস টাইমে এমন ঘটনার জেরে নাকাল হতে হয় নিত্যযাত্রীদের।











































































































































