এক্স হ্যান্ডেলে রামকৃষ্ণ মঠ মিশনের নতুন অধ্যক্ষকে অভিনন্দন মুখ্যমন্ত্রীরনতুন অধ্যক্ষ পেল রামকৃষ্ণ মঠ ও মিশন (Ramakrishna Math Ramakrishna Mission, Belur)। বুধবার মঠের ট্রাস্টি বোর্ড ও মিশনের পরিচালন সমিতির বৈঠকে স্থায়ী অধ্যক্ষ হিসেবে স্বামী গৌতমানন্দ মহারাজকে (Swami Goutamananda Maharaj) নির্বাচিত করা হয়। খবর প্রকাশ্যে আসতেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানান বাংলার মুখ্যমন্ত্রী (CM)। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)লেখেন, ‘আজ বেলুড় মঠে অনুষ্ঠিত মঠের ট্রাস্টি বোর্ড এবং মিশনের গভর্নিং বডির সভায় রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন পরম শ্রদ্ধেয় স্বামী গৌতমানন্দজি মহারাজ। তাঁকে আমার প্রণাম। তিনি রামকৃষ্ণ মঠ মিশনের সপ্তদশ প্রেসিডেন্ট।’ এর পাশাপাশি মঠ মিশনের শক্তি বৃদ্ধি ও দীর্ঘায়ুও কামনা করেন মুখ্যমন্ত্রী।
My pranam to the Most Revered Swami Gautamanandaji Maharaj, who has been elected the President of the Ramakrishna Math and Ramakrishna Mission at the meeting of the Board of Trustees of the Math and the Governing Body of the Mission held at Belur Math today. He is the 17th…
— Mamata Banerjee (@MamataOfficial) April 24, 2024
বুধবার মঠ ও মিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে স্বামী গৌতমানন্দ মহারাজের নাম ঘোষণা করা হয়। তিনি রামকৃষ্ণ মিশনে যোগ দেন ১৯৫১ সালে। পরে দীর্ঘকাল নানা রাজ্যে দায়িত্ব সামলেছেন, চেন্নাই মঠের প্রধান হিসেবেও কাজ করেছেন তিনি। দীর্ঘদিন সামলেছেন মিশনের ভাইস প্রেসিডেন্ট পদ। তিনি অধ্যক্ষ পদে আসীন হওয়ায় স্বামী বিমলাত্মানন্দ মহারাজ ও স্বামী দিব্যানন্দ মহারাজ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব সামলাবেন বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।