অভিনেতা রণবীর সিং (Ranveer Singh) এবার ভোটের লড়াইয়ে নাম লিখিয়েছেন? সোমবার ভাইরাল হওয়া ভিডিও দেখে প্রাথমিক ভাবে এই প্রশ্নটাই ঘোরাফেরা করছে বলিউডের নতুন ‘ডন’ অনুগামীদের মনে। তবে লোকসভা ভোটের আবহে কংগ্রেসের হয়ে নিজেকে প্রচারের ময়দানে দেখে কম অবাক হননি রণবীরও। মুহূর্তেই বুঝে ছিলেন তিনি ডিপফেক ভিডিওর (deep fake Video) শিকার! দেরি না করে আইনি পদক্ষেপ করলেন অভিনেতা। গোটা ঘটনায় রণবীর এতটাই চটেছেন যে প্রয়োজনে তিনি আদালত পর্যন্তও যেতে রাজি বলে জানাচ্ছে তাঁর ঘনিষ্ঠ মহল।

রণবীরের মুখপাত্র জানিয়েছেন যে বলিউডে ‘রকি ‘ ডিপফেক ভিডিয়োর বিরুদ্ধে সাইবার ক্রাইম সেলে অভিযোগ দায়ের করেছেন। দিন কয়েক আগে কাশীতে মণীশ মালহোত্রার একটি ফ্যাশন শোয়ে অংশ নিয়েছিলেন রণবীর সিং। সেখানে গিয়ে পুজো দেন অভিনেতা। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছিল।সেটাকেই মর্ফ করে স্যোশাল মিডিয়ায় প্রচারিত ভিডিওতে দেখা যায় ওই একই জায়গায় কংগ্রেসের হয়ে ভোট প্রচার করছেন দীপিকার স্বামী। AI এর মাধ্যমে ভয়েস ক্লোনের সাহায্যে তাঁর কথা পরিবর্তন করা হয়েছে। সোমবার মুম্বই পুলিসের অপরাধ দমন শাখায় এআই জেনারেটেড ডিপফেক ভিডিয়োর বিরুদ্ধে এফআইআরও দায়ের করেছেন রণবীর। এই ডিপফেক ভিডিওর জন্য নেটপাড়ায় সমালোচিতও হতে হয়েছে তাঁকে। শেষে এক্স হ্যান্ডেলে লিখতে বাধ্য হন যে, “ডিপফেক ভিডিও থেকে সাবধান বন্ধুরা।”









































































































































