২৬ এবং ২৯ এপ্রিল ইডেনে কেকেআর ম্যাচে বিশেষ ব্যবস্থা রেলের

0
3

২৬ এপ্রিল এবং ২৯ এপ্রিল ঘরের মাঠ ইডেন্স গার্ডেন্সে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। আর এই ম্যাচে দর্শকদের কথা মাথায় রেখে বিশেষ ট্রেনের ব্যবস্থা করল পূর্ব রেল। ম্যাচ শেষে বাড়ি ফিরতে সমস্যা হচ্ছে অনেকের।আর সেই কারণেই বাড়তি ট্রেনের ব্যবস্থা করল পূর্ব রেল।

এই নিয়ে মঙ্গলবার পূর্ব রেল জানিয়েছে, দর্শকদের কথা মাথায় রেখে রাতে অতিরিক্ত দু’টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাত ১১.৫০ মিনিটে ট্রেন একটি ছাড়বে প্রিন্সেপ ঘাট স্টেশন থেকে। যাবে বারাসত। রাত ১২.০২ মিনিটে অপর একটি ট্রেন ছাড়বে বিবাদী বাগ স্টেশন থেকে। যাবে বারুইপুর। যেহেতু ইডেনের কাছে প্রিন্সেপ ঘাট ও বিবাদী বাগ স্টেশন, সেই কারণে সেখান থেকে ট্রেন ধরতে সুবিধা হবে দর্শকদের। উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার সমর্থকদের কথা মাথায় রেখে এই ব্যবস্থা করা হয়েছে।

২৬ এপ্রিল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামবে কেকেআর। ২৯ তারিখ ঘরের মাঠে শ্রেয়সদের সামনে দিল্লির ক্যাপিটালস।

আরও পড়ুন- ফের আইপিএল-এ চেনা ছন্দে যশস্বী, ম্যাচ জিতিয়ে ধন্যবাদ দিলেন দলের এই দুই সদস্যকে