নির্বাচনী প্রচার থেকেই চাকরিহারাদের পাশে দাঁড়ানোর বার্তা রচনার!

0
1

এসএসসি নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ প্রায় ২৬ হাজার যুবক-যুবতী চাকরি হারিয়েছেন। বিজেপির অঙ্গুলিহেলনেই এমনটা ঘটেছে বলে দাবি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। যাঁরা চাকরি হারিয়েছেন, তাঁদের প্রতি সহানুভুতিশীল তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। অসহায় চাকরিহারাদের পাশে তিনি আছেন বলেই জানালেন। হুগলির তারকা প্রার্থী রচনার কথায়, “এখন খারাপ সময় তাঁদের সকলের পাশে আমরা অবশ্যই আছি। দিদি নিশ্চয়ই বার্তা দেবেন।”

আজ, মঙ্গলবার সপ্তগ্রাম বিধানসভার মগড়া এলাকায় ভোট প্রচার করেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। মগড়া গঞ্জ এলাকায় একটি মন্দিরে হনুমান জয়ন্তীর পুজোও দেন। তারপর কোলায় একটি চণ্ডী মন্দিরে পুজো দেন। জয়পুরে অনুকুল ঠাকুরের আশ্রমেও পুজো দেন রচনা।

মহিলা ঢাকির দল, আদিবাসী মহিলাদের নৃত্য, ব্যান্ড পার্টি সহযোগে শোভাযাত্রা করে চলে প্রচার। পিক-আপ ভ্যানে ট্যাবলো। সেই ট্যাবলোয় দাঁড়িয়ে তৃণমূল প্রার্থী হাত নেড়ে জনসংযোগ করেন তাঁর প্রচার পথে।