আজ আইএসএল-এর প্রথম লেগের সেমিফাইনালে নেমেছে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ওড়িশা এফসি। আর তারই মাঝে আইএসএল ফাইনালের সম্ভাব্য মাঠ নিয়ে সিধান্ত নিল এফএসডিএল। লিগ তালিকায় যে দলের অবস্থান ভাল ছিল তাদের ঘরের মাঠেই হবে ফাইনাল। অর্থ্যাৎ মোহনবাগান ফাইনালে উঠলে কলকাতাতেই হবে ফাইনাল। কারণ, লিগ তালিকায় তারা এক নম্বরে ছিল। তবে মোহনবাগান হারলে মুম্বই বা গোয়ার মধ্যে একটি মাঠে ফাইনাল হবে।

গত ১৫ এপ্রিল লিগ পর্বে শেষ ম্যাচে মুম্বই সিটি এফসি-কে হারিয়ে লিগ শিল্ড জয় করে মোহনবাগান। ২২ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে খেতাব অর্জন করে তারা। মুম্বইয়ের দল তাদের চেয়ে এক পয়েন্ট কম পেয়ে দু’নম্বরে থেকে এ বরের লিগ পর্ব শেষ করে। এফসি গোয়া ছিল তিন নম্বরে। তারা পায় ৪৫ পয়েন্ট। এক সেমিফাইনালে মুখোমুখি মোহনবাগান এবং ওড়িশা। অপর সেমিফাইনালে মুখোমুখি মুম্বইয়ের এবং গোয়া। সুতরাং, এফএসডিএলের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৪ মে ফাইনাল হওয়ার সম্ভবনা বেশি কলকাতা, মুম্বই অথবা গোয়ায়। তা নিশ্চিত হওয়ার পরেই ফাইনালের টিকিট বিক্রি শুরু হয়ে যাবে।

একই নিয়মে আইএসএলের প্লে-অফের প্রথম দু’টি ম্যাচ হয়েছিল। পয়েন্ট তালিকায় তিন নম্বরে থাকা গোয়া নিজেদের ঘরের মাঠে খেলেছিল ছ’নম্বরে থাকা চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে। অন্য দিকে চার নম্বরে থাকা ওড়িশা নিজেদের ঘরের মাঠে খেলেছিল পাঁচ নম্বরে থাকা কেরালার বিরুদ্ধে।
আরও পড়ুন- ২৬ এবং ২৯ এপ্রিল ইডেনে কেকেআর ম্যাচে বিশেষ ব্যবস্থা রেলের








































































































































