চুপসে গিয়েছে বিজেপির ৪০০-র বেলুন! তীব্র কটাক্ষ অভিষেকের, একের বদলা চারের ফর্মুলা

0
3

বাংলা তথা গোটা দেশে বিজেপির প্রকৃত প্রতিদ্বন্দ্বী যদি কেউ থাকে তাহলে সেটা তৃণমূল, নির্বাচনী প্রচারে সেটা বারবার তুলে ধরেছেন তৃণমূল নেতৃত্ব। মালদহে একটি লোকসভা আসন বিজেপির দখলে। এই পরিস্থিতিতে মালদহের মানুষই বুঝতে পারছেন বিজেপিকে ক্ষমতায় আনা আর “খাল কেটে কুমির আনা এক” , মালদহ দক্ষিণ কেন্দ্রে নির্বাচনী প্রচারে দাবি তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বাংলার মানুষের প্রতিরোধের পরেই বিজেপি নিজেদের ২০০ আসন নিশ্চিত করতে লড়ছে বলেই দাবি অভিষেকের।

মালদহ দক্ষিণ কেন্দ্রের বৈষ্ণবনগরে নির্বাচনী প্রচারে রবিবার মালদহে আসা কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংকে কটাক্ষ করে অভিষেক বলেন, “কেন্দ্রের মন্ত্রী রাজনাথ সিং এখানে সভা করতে এসেছিলেন। তিনি মালদহ দক্ষিণে সভা করে বলছেন মালদহ পূর্বে সভা করছেন। কোথায় সভা করছেন জানেন না। বাংলাকে এরা জানেন না।”

একদিকে যখন কংগ্রেসের রাজ্যের নেতারা বিজেপির কাছে মাথা বিকিয়ে দিয়েছেন বলে তৃণমূল অভিযোগ করছে সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের দাবি, “কংগ্রেস অনেক রাজ্যে ক্ষমতায় আছে, সেখানে কংগ্রেসের দল ভাঙিয়ে বিজেপি নির্বাচনে জিতছে। আমাদের দল ভাঙাতে এসেছিল ২০২১ সালে। যারা গিয়েছিল তারা সুড়সুড় করে ফিরে এসেছে। সবাইকে নিইনি, যারা পাপের প্রায়শ্চিত্ত করেছে তারা দলে জায়গা পাবে।” সেই সঙ্গে তিনি যোগ করেন, “বিজেপি যে ভাষায় কথা বোঝে তৃণমূল সেই ভাষায় কথা বলতে জানে। বিজেপি আমাদের একটা বিধায়ক ভাঙলে আমরা চারটে ভাঙতে জানি। বিজেপি একটা সাংসদ ভাঙলে আমরা চারটে ভাঙতে জানি। ”

তবে নির্বাচনের আগে বাংলার দেখানো পথে গোটা ভারত জেগে উঠছে বলে দাবি তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। বিজেপি নেতাদের কটাক্ষ করে তিনি বলেন, “কয়েকটা দিন ধরে বলছিল ‘অব কি বার ৪০০ পার’। কয়েকটাদিন ধরে বেলুন চুপসে গিয়েছে। এখন বলছে ৩০০ পার। আর ১৫ দিনের মধ্যে সেটা ২০০ তে এসে ঠেকবে।”