হুগলি গভমেন্ট ট্রেনিং কলেজের পিছন দিকে অগ্নিকাণ্ড! সোমবার সন্ধেয় এই আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পাশেই ছিল হুগলি জেলাশাসক ভবন, একটি মাছের আড়ৎ সহ পি ডাব্লুই ডি অফিস। কলেজে অধ্যক্ষ জানান যেভাবে আগুন ছড়িয়েছে তা যখন তখন বড়সড় দুর্ঘটনা ঘটে যাওয়া সম্ভাবনা থাকতো। আগুন দেখেই তিনি দমকলে খবর দিলে ঘটনাস্থলে দ্রুততার সঙ্গে উপস্থিত হয় দমকলের একটি ইঞ্জিন। দ্রুততার সঙ্গে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। বজ্র্য পদার্থের মধ্যে থেকেই এই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান। দ্রুততার সঙ্গে দমকল না আসলে বড়সড় দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকতো বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ।
আরও পড়ুন- বেঙ্কাইয়া নাইডুকে পদ্মবিভূষণ, উষা উত্থুপকে পদ্মভূষণ; রাষ্ট্রপতির হাতে দেশের প্রাপকরা ভূষিত






































































































































