আসন্ন লোকসভা ভোটে ব্যাপক চাপে বহরমপুরের বিদায়ী সাংসদ তথা কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। একদিকে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান জ্বরে কাবু গোটা বহরমপুর, অন্যদিকে মেজাজ হারিয়ে হতাশার বহিঃপ্রকাশ ঘটছে অধীরের। রাস্তায় বেরোলেই কংগ্রেস প্রার্থীকে শুনতে হচ্ছে “গো ব্যাক” স্লোগান!
তারই মাঝে গোদের উপর বিষ ফোঁড়ার মতো এবার পুলিশের ডাক বহরমপুরের কংগ্রেস প্রার্থীকে। অধীরকে ডেকে পাঠানো হয়েছিল বহরমপুর থানায়। হাজিরাও দিয়েছেন তিনি।
কিন্তু কেন? গত ১৩ এপ্রিল প্রচারের সময় বহরমপুরের নতুন বাজার এলাকায় এক তৃণমূল কর্মীর সঙ্গে বচসায় জড়ান অধীর চৌধুরী। এরপর ওই যুবককে মারধরের অভিযোগ ওঠে অধীর চৌধুরীর বিরুদ্ধে। ওই যুবকের জামার কলারও ধরতে দেখা যায় অধীরকে। মারধর করার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায়।
ওই ঘটনায় অধীর চৌধুরী ও তাঁর সঙ্গে থাকা কয়েকজন
কংগ্রেস।নেতার নামে আইপিসি-র ৩৪১, ৩২৩, ৫০৬, ৩৪ ধারায় দায়ের এফআইআর হয়। সেই মর্মেই আজ, সোমবার সিআরপিসি-র ১৪ ধারায় বহরমপুর থানায় ডেকে পাঠানো হয় অধীর চৌধুরীকে।
উল্লেখ্য, ওই ঘটনার পর গত ১৭ এপ্রিল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চড়াও হওয়ার অভিযোগ ওঠে অধীর চৌধুরীর বিরুদ্ধে। সবমিলিয়ে অধীরের শরীরী ভাষা বলছে, বহরমপুরে পায়ের তলার মাটি হারিয়েছেন বিদায়ী সাংসদ। ভোটের আগে ব্যাপক চাপে রয়েছেন তিনি।
আরও পড়ুন- Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে