রাজস্থানে ট্রাক- গাড়ির ভয়াবহ সংঘর্ষে মৃত ৯!

0
1

মধ্যপ্রদেশের (Madhyapradesh to Rajasthan) একটি বিয়েবাড়ি থেকে ফেরার পথে মরুরাজ্যের ঝালওয়ারে ট্রাক এবং গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৯ জনের মৃত্যুর খবর মিলেছে। শনিবার শেষ রাতের দুর্ঘটনায় আরও একজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ সূত্রে জানা গেছে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে ৫২ নম্বর জাতীয় সড়কে (52 NH) দ্রুতগতির ট্রাকের সঙ্গে চার চাকা গাড়ির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়েছে। গাড়িতে যাঁরা ছিলেন প্রত্যেকেই মারা গেছেন তবে ট্রাকে থাকা এক ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। মৃতরা সকলেই একই পরিবারের সদস্য বলে খবর। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।।