“বোমা-টোমা ফাটানোর কথা বলছে, আমিও টার্গেট, অভিষেকও টার্গেট”। রবিবার, বালুরঘাটে ভোট প্রচারে গিয়ে প্রাণনাশের আশঙ্কার কথা জানালেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। নাম না করে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দাগেন তিনি। শনিবার এক সভায় শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) হুমকি দিয়ে বলেন, “আগামী সপ্তাহের শুরুতেই এমন একটা বোমা পড়বে, যাতে তৃণমূল বেসামাল হয়ে যাবে।” বালুরঘাটের সভা থেকে তার পাল্টা জবাব দেন তৃণমূল সুপ্রিমো। নাম না করে মমতা বললেন, “বোমা-টোমা ফাটানোর কথা বলছে, আমিও টার্গেট, অভিষেকও টার্গেট। এরা আমাদের জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে। এত্ত ডেঞ্জারাস এরা। মনে রাখবেন, নিজেদের নিরাপত্তা নিয়ে আমরা ভাবি না। আমরা মানুষের নিরাপত্তা নিয়ে ভাবি।”

এর পরেই তোপ দেগে মমতা, “বোমাটা কি মেরে ফেলার বোম? সাহস থাকলে আজই বলো। লুকিয়ে ছুপিয়ে কেন? নাটকটা তৈরি করতে আর একটু সময় লাগছে নাকি?” বিজেপির (BJP) বিরুদ্ধে হুঁশিয়ারি তৃণমূল সভানেত্রী বলেন, “আমাদের কাছেও তথ্য আছে। তোমরা বাইরে থেকে কোন কোন দুরাত্মাদের এখানে পাঠিয়েছো, বাংলার বদনাম করার জন্য। আমরাও কিন্তু বুঝে নেব।”
তবে তৃণমূল সভানেত্রীর স্পষ্ট বার্তা বোমার বদলে বোমায় নয়, বোমার বদলে রবীন্দ্রসঙ্গীতে বিশ্বাস করে তাঁর দল।
আরও পড়ুন- ইনসুলিনেও না! কেজরিওয়ালকে জেলেই খুনের ছক বিজেপির, দাবি স্ত্রী সুনিতার




 
 
 
 
































































































































