জয়ে ফিরল কলকাতা নাইট রাইডার্স। এদিন ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারালো ১ রানে। কেকেআরের হয়ে অর্ধশতরান করেন অধিনায়ক শ্রেয়স আইয়র। বল হাতে তিন উইকেট আন্দ্রে রাসেলের।

ম্যাচে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত আরসিবির অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ২২২ রান করে কলকাতা। কেকেআরের হয়ে ব্যাট হাতে দুরন্ত ইনিংস খেলেন অধিনায়ক শ্রেয়স আইয়র। ৫০ রান করেন তিনি। ৪৮ রান করেন ফিলিপ সল্ট। তবে এদিন ব্যাট হাতে ব্যর্থ সুনীল নারিন, রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়র। ১০ রান করেন নারিন। রঘুবংশী করেন ৩ রান। ১৬ রান করেন ভেঙ্কটেশ আইয়র। ২৪ রান করেন রিঙ্কু সিং। ২৭ রানে অপরাজিত আন্দ্রে রাসেল। ২৪ রানে অপরাজিত রমনদীপ সিং। আরসিবির হয়ে দুটি করে উইকেট নেন যশ দয়াল এবং ক্যামারুন গ্রীন। একটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ এবং লকি র্ফাগুসন।

জবাবে ব্যাট করতে নেমে ২১ রানে শেষ হয়ে যায় আরসিবির ইনিংস। এদিন বেঙ্গালুরুর হয়ে ব্যাট হাতে রান পাননি বিরাট কোহলি। ১৮ রান করেন তিনি। ৭ রান করেন অধিনায়ক ফ্যাফ । ৫৫ রান করেন ইউল জ্যাকস। ৫২ রান করেন রজত পতিদার। প্রভুদেশাই করেন ২৪ রান। ২৫ রান করেন দীনেশ কার্তিক। ২০ রান করেন করণ শর্মা। কেকেআরের হয়ে তিন উইকেট নেন আন্দ্রে রাসেল। দুটি করে উইকেট নেন হর্ষিত রানা, সুনীল নারিন । একটি করে উইকেট নেন বরুণ চক্রবর্তী এবং মিচেল স্টার্ক।








































































































































