প্রেমিকাকে নিয়ে হোটেলে এসে এ কী করলেন যুবক! দিঘায় চাঞ্চল্য

0
1

প্রেমিকার সঙ্গে দিঘায় বেড়াতে এসেছিলেন বীরভূমের এক যুবক। প্রায় পাঁচদিন তাঁরা একটি হোটেলে ছিলেন। শনিবার সন্ধ্যায় হঠাৎ প্রেমিকা বাইরে থেকে ফিরে ঘরে ঢুকতে না পেরে চিৎকার শুরু করেন। হোটেলের কর্মীরা দরজা ভেঙে দেখেন যুবকের ঝুলন্ত দেহ। পরে পুলিশ এসে দেহ নামিয়ে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাঁকে মৃত ঘোষণা করেন।

বীরভূমের মণ্ডলপুরের বাসিন্দা অরবিন্দ কোনাই প্রেমিকাকে নিয়ে দিঘার হোটেলে আসেন। সেখানেই বিয়ের জন্য চাপ দিতে থাকেন প্রেমিকা। তাই নিয়ে দুজনের অশান্তি শুরু হয় শুক্রবার থেকে। শনিবার বিকালে অশান্তির পরে যুবতী বাইরে বেরিয়ে যান। ফিরে এসে দেখেন দরজা ভিতর থেকে বন্ধ। ডাকাডাকির পরেও অরবিন্দ দরজা না খোলায় হোটেলের কর্মীরা দরজা ভাঙেন। তখনই সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় অরবিন্দকে।

দিঘা মোহনা পুলিশ দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। যদিও অরবিন্দর প্রেমিকা দাবি করেছেন কী কারণে আত্মহত্যার পথ বেছে নিল সে, তা ধারণা করতে পারে না সে।