এবার শাস্তির মুখে কেএল রাহুল এবং রুতুরাজ গায়কোয়াড। জরিমানা করা হলো চেন্নাই-লখনৌ অধিনায়ককে। মন্থর ওভার রেটের জন্য রাহুল ও রুতুরাজকে জরিমানা করল বিসিসিআই। ১২ লাখ টাকা দিতে হবে দুদলের অধিনায়ককে ।

জানা যাচ্ছে, নির্দিষ্ট সময়ের মধ্যে ২০ ওভার বল শেষ করতে পারেনি কোনও দলই। তাই প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী দুই অধিনায়কের জরিমানা হয়েছে। এবারের আইপিএলে এই প্রথম এক ম্যাচে দুই অধিনায়কের জরিমানা করা হল। নির্দিষ্ট সময় শেষে লখনৌ-এর এক ওভারের বেশি বল করা বাকি ছিল। অন্য দিকে, চেন্নাইয়ের বাকি ছিল তিন ওভার।

আইপিএলের নিয়ম অনুযায়ী প্রথমবার ঠিক সময়ে ওভার শেষ করতে না পারলে অধিনায়কের ১২ লক্ষ টাকা জরিমানা হয়। দ্বিতীয় বার একই ভুল করলে ২৪ লক্ষ টাকা জরিমানা হয়। যে শাস্তি পেয়েছেন ঋষভ পন্থ। গতকাল একই শাস্তি পেয়েছেন মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তৃতীয় বার একই ভুল করলে অধিনায়ককে এক ম্যাচের জন্য নির্বাসিত হতে হয়। রুতুরাজ-রাহুল প্রথমবার এই ভুল করেছেন। তাই তাদের ১২ লক্ষ টাকা জরিমানা হয়েছে।
এদিকে গতকাল চেন্নাইকে ৮ উইকেটে হারায় লখনৌ। প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান করে চেন্নাই। জবাবে ব্যাট করতে নেমে জয় তুলে নেয় কেএল রাহুলের দল।
আরও পড়ুন- ম্যাচ হারলেও, লখনৌ-এর বিরুদ্ধে খেলতে নেমে নজির মাহির








































































































































