ম্যাচ হারলেও, লখনৌ-এর বিরুদ্ধে খেলতে নেমে নজির মাহির

0
3

গতকাল লখনৌ সুপার জায়ান্টের কাছে চেন্নাই সুপার কিংস। ৮ উইকেটে জয় পায় কেএল রাহুলের দল। তবে এই ম্যাচে হারের মুখ দেখলেও নজির গড়েন মহেন্দ্র সিং ধোনি। গতকাল লখনৌ-এর বিরুদ্ধে ৯ বলে ২৮ রানের অপরাজিত ইনিংস খেলেন চেন্নাইয়ের প্রাক্তন অধিনায়ক । আর এই সুবাদেই রেকর্ড গড়েন মাহি। আইপিএলে পাঁচ হাজার রান পূর্ণ করেছেন তিনি।

লখনৌ-এর বিরুদ্ধে ৯ বলে ২৮ রানের অপরাজিত ইনিংসের সুবাদে আইপিএলে পাঁচ হাজার রান পূর্ণ করেছেন ধোনি। প্রথম উইকেটরক্ষক হিসাবে আইপিএলে এই কীর্তি গড়লেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ক। লখনৌ-এর বিরুদ্ধে ধোনি ইনিংস সাজান ৩ টি চার এবং ২ ছক্কা দিয়ে।

এদিকে লখনৌ-এর বিরুদ্ধেও জনপ্রিয়তা তুঙ্গে মাহির। আইপিএল-এর প্রতি ম্যাচের মতো , লখনৌ ম্যাচেও দর্শকদের চিৎকার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। তাঁর জনপ্রিয়তা দেখে মুগ্ধ বিদেশি ক্রিকেটারেরাও। শুক্রবার লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ধোনি ব্যাট করতে নামার সময় স্টেডিয়ামে শব্দের মাত্রা ছাড়িয়েছিল ৯৫ ডেসিবেল।

আরও পড়ুন- কতটা ফিট শামি? জানালেন নিজেই