শিকেয় লেখাপড়া! যোগীরাজ্যে স্কুলে বসেই ফেসিয়াল প্রিন্সিপালের, ধরা পড়তেই কামড় শিক্ষিকাকে

0
2

যত কাণ্ড যোগীরাজ্যে (Yogi State)! এবার শিক্ষাক্ষেত্রে ফের চরম অব্যবস্থা সামনে এল। যোগীরাজ্যের সেই প্রাথমিক স্কুলে দেখা যাচ্ছে সেখানে লেখাপড়া তো দূরস্ত। এবার স্কুলের ভিতরে বসে ফেসিয়াল (Facial)) করিয়ে বড়সড় বিতর্কে জড়ালেন প্রিন্সিপাল (Principal)। অন্যদিকে, স্কুলে বসেই রূপচর্চার ভিডিও এক শিক্ষিকা মোবাইলবন্দী করতেই ক্ষেপে লাল প্রিন্সিপাল। রেগে অই শিক্ষিকার দিকে ছুটে যাওয়ার পাশাপাশি তাঁকে কামড়েও দেওয়ার অভিযোগও উঠেছে ওই শিক্ষিকার বিরুদ্ধে। উত্তর প্রদেশের উন্নাও (Unnao) জেলার প্রাথমিক স্কুলে এমন অব্যস্থায় ফের বড়সড় প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) ভূমিকা। যদিও এমন খবর সামনে আসতেই যোগী সরকারের সমালোচনায় সরব বিরোধীরা।

ঠিক কী ঘটেছিল?

পুলিশ সূত্রে খবর, যোগীরাজ্যের ওই প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা পড়ুয়াদের ক্লাস না নিয়ে, মিড ডে মিল রান্নার ঘরে বসে ফেসিয়াল করাচ্ছিলেন বলে অভিযোগ। আর স্কুলে বসেই প্রিন্সিপালের এমন আজব কাণ্ড দেখে চরম ক্ষুব্ধ হন ওই স্কুলেরই অ্যাসিস্টেন্ট শিক্ষিকা অনম খান অত্যন্ত ক্ষুব্ধ হন। এরপর প্রিন্সিপালের গা জোয়ারি রুখতে সেই ফেসিয়ালের ভিডিও রেকর্ড করতেই চরম ক্ষুব্ধ হন তিনি। সূত্রের খবর, এদিন প্রিন্সিপাল জখন মিড মে মিলের রান্নার ঘরে বসে ফেসিয়াল করাচ্ছিলেন তখন অ্যাসিস্টেন্ট শিক্ষিকাকে ওই ঘরে ঢুকতে দেখে কিছুটা হকচকিয়ে যান প্রিন্সিপ্যাল। পরে তাঁর নজরে আসে ওই শিক্ষিকা তাঁর রূপচর্চার ভিডিও মোবাইলবন্দী করছেন। এরপরই ক্ষেপে গিয়ে প্রথমে ওই শিক্ষিকার ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন তিনি।

সূত্রের খবর, পরে ওই শিক্ষিকা দৌড়ে পালালে তাঁকে ধাওয়া করেন প্রিন্সিপাল। এরপরই শিক্ষিকাকে মারধরের পাশাপাশি তাঁর হাতেও কামড়ে দেন প্রিন্সিপাল। ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি অশান্ত হতেই পুলিশে অভিযোগ জানানো হয়। পরে পুলিশের কাছে প্রিন্সিপালের ফেসিয়ালের ভিডিয়োও জমা দিয়েছেন আহত সহকারী শিক্ষিকা। যদিও পুরো বিষয়টি সামনে আসতে নড়েচড়ে বসেছে প্রশাসন। ইতিমধ্যে ওই প্রিন্সিপালের বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত। ভিডিওটি খতিয়ে দেখে অভিযোগ সত্যি প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।