শুক্রের সন্ধ্যায় সাতপাকে রূপাঞ্জনা- রাতুল, পাঁচতারা হোটেলে জমজমাট বিয়ে বাড়ি 

0
1

বৈশাখী সন্ধ্যায় চার হাত এক হতে চলেছে টলিউড অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র ও রাতুল মুখোপাধ্যায়ের (Rupanjana Mitra and Ratul Mukherjee wedding)। প্রায় ৬ বছর প্রেম করার পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন যুগলে। সকাল থেকেই চলছে বিয়ের আচার অনুষ্ঠান। সান্ধ্য লগ্নেই সাত পাকে ঘুরবেন তারকা জুটি।

ফেব্রুয়ারির শীতে শৈল শহরে বাগদান সম্পন্ন হয়েছিল। এবার গরমের কলকাতায় গাঁটছড়া বাঁধছেন রূপাঞ্জনা – রাতুল। সূত্রের খবর সেলিব্রেটি কাপলের ঘনিষ্ঠরাই বিবাহ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। হিন্দু আচার মেনেই সকাল থেকে বিয়ের সব অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অভিনেত্রীর বন্ধুরা বলছেন ছাদনাতলায় যাওয়ার আগে খুনসুটিতে মেতেছেন হবু দম্পতি। বৃহস্পতিবার আইবুড়ো ভাতের মেনুতে ছিল পোলাও, ৭ রকম ভাজা, ডাল , মাংস, মাছ, চাটনি, মিষ্টি, ইত্যাদি। সমাজমাধ্যমে পোস্ট করা ছবিতে রূপাঞ্জনা – রাতুলের সঙ্গে এক ফ্রেমে দেখা যায় অভিনেত্রীর ছেলেকেও। বিয়ের সন্ধ্যায় লাল শাড়ি আর সাবেকি পোশাকে সাজবেন রূপাঞ্জনা। কিন্তু রাতুলের পোশাক কী হবে তা নিয়ে বেশ কৌতুহল নেটিজেনদের মনে।