বাইপাসে ভয়াবহ পথ দুর্ঘটনার জেরে উত্তেজনা বেঙ্গল কেমিক্যালের গেটের সামনে। রেলিং ভেঙে ফুটপাথে উঠে গিয়ে পথের পাশে থাকা দুই শিশু ও এক ব্যক্তিকে ধাক্কা মারে। ঘটনার পরই এলাকা ছেড়ে পালায় গাড়ির চালক। ঘটনাস্থলে ফুলবাগান থানার পুলিশ পৌঁছলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান বাসিন্দারা।
শুক্রবার দুপুরে একটি ছোট গাড়ি কাঁকুড়গাছি থেকে উল্টোডাঙার দিকে যাওয়ার সময় বেঙ্গল কেমিক্যালের গেটের সামনে রেলিং ভেঙে ঢুকে পড়ে। সেই সময় ফুটপাথে বসেছিল দুই শিশু ও এক ব্যক্তি। একটি শিশু গাড়ির তলায় চাপা পড়ে যায়। অন্য শিশুটি ছিটকে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তবে পুলিশ এসে পৌঁছলে স্থানীয় বাসিন্দারা রাস্তা আটকে বিক্ষোভ দেখান। তাঁরা গাড়ি ছাড়তে বাধা দেন। তাঁদের দাবি গাড়ির চালক মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটিয়েছে। পরে পুলিশ গ্রেফতার করে চালককে।