আজ, শুক্রবার দেশজুড়ে শুরু হয়েছে লোকসভা নির্বাচনে প্রথম দফার ভোট গ্রহণ। এ রাজ্যের তিনটি আসনেও সকাল ৭টা থেকে চলছে ভোটগ্রহণ। কিন্তু ভোটের শুরুতেই দুঃসংবাদ। কোচবিহারের মাথাভাঙায় কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। চিকিত্সকদের প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু কিউআরটি টিমের ওই সদস্যের। জানা গিয়েছে, মৃত জওয়ানের নাম কুমার নীলু। তিনি বিহার থেকে মাথাভাঙা বেলতলা এলাকায় একটি স্কুলে ভোটের ডিউটিতে এসেছিলেন।

পুলিশ সূত্রে খবর, এদিন আচমকাই অসুস্থ হয়ে পড়েন ওই জওয়ান। তাঁর নাক-মুখ থেকে রক্ত বের হতে থাকে। পরে ওই জওয়ানকে মাথাভাঙা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর কারণ স্পষ্ট নয়।









































































































































