রাত পোহালেই রাজ্যে প্রথম দফায় তিন আসনে ভোট। সেই আবহে ফের রাজভবনের সঙ্গে সংঘাতে জড়াল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে এবার নির্বাচন কমিশনে অভিযোগ জানালো তৃণমূল। অভিযোগ, প্রচার বন্ধের পরও প্রথম দফার নির্বাচনী কেন্দ্রে বেআইনিভাবে যাওয়ার চেষ্টা করছেন রাজ্যপাল। তিনিও আদর্শ আচরণ বিধির বাইরে নয়, ফলে সরকারি কাজে অবৈধভাবে হস্তক্ষেপ আনন্দ বোস। এমন অভিযোগ তুলে কমিশনকে নালিশ করল তৃণমূল।
প্রসঙ্গত, আগামিকাল শুক্রবার উত্তরবঙ্গের তিন জেলা কোচবিহারে, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভোট। রাজভবন সূত্রে খবর, ভোটের দিন কোচবিহারেই থাকতে চান রাজ্যপাল। আজ, বৃহস্পতিবারই তাঁর জেলার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু তাঁকে কোচবিহার না যাওয়ার পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন। তিনি ভোটের দিন সেখানে গেলে নির্বাচনী বিধিভঙ্গ হতে পারে, তাও জানিয়েছে কমিশন।
এদিকে, বৃহস্পতিবারই তৃণমূল কংগ্রেস কমিশনকে দেওয়া চিঠিতে দাবি করেছে, রাজ্যপালের কোচবিহার সফর বাতিল হয়ে যাওয়ার পর তিনি এবার আলিপুরদুয়ার যাওয়ার পরিকল্পনা করেছেন ভোটের মধ্যেই।
তৃণমূলের আর্জি, কমিশন আনন্দ বোসকে যেভাবে কোচবিহার যাওয়ার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে, এবারও আলিপুরদুয়ার যাওয়ার ক্ষেত্রেই যেন সেই পদক্ষেপ নেওয়া হয়।








































































































































