পড়াশনার মাধ্যমে সঠিক শিক্ষালাভ করুক পড়ুয়ারা, সেই লক্ষ্যে এবার উচ্চ মাধ্যমিকে প্রশ্নপত্রে (Higher Secondary Exam Question Paper)বড় পরিবর্তন আনতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। যাতে কোনওভাবেই মেধা আর নম্বরের নিরিখে শিক্ষা নিয়ে মুড়ি মুড়কির মতো বিচার না হয় তাই এবার থেকে পরীক্ষার প্রশ্নে একটু কড়া হতে চলেছে সংসদ। সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য (Chiranjib Bhattacharya) জানিয়েছেন প্রশ্নপত্র তৈরির ক্ষেত্রে মেধাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। কিন্তু তাই বলে ছাত্রছাত্রীরাও যাতে উত্তর দিতে পারে, সেই দিকটাও খেয়াল রাখা হচ্ছে।

২০২৪-২৫ শিক্ষাবর্ষে জাতীয় শিক্ষানীতি কার্যকর করা হচ্ছে। একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া পড়ুয়াদের ক্ষেত্রে সেমেস্টার পদ্ধতি চালু হচ্ছে। দ্বাদশেও আলাদা সেমেস্টার হবে। সংসদ আগেই জানিয়েছিল, প্রথম সেমেস্টারের পরীক্ষা এমসিকিউ-ভিত্তিক হবে। উত্তর ওএমআর শিটে চিহ্নিত করবেন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা। তবে প্রচলিত ধারণার বাইরে গিয়েও বিভিন্ন ধরনের এমসিকিউ থাকবে বলে জানানো হয়েছে। সংসদ সভাপতি বলছেন, মাল্টিপল চয়েস মানে একটা প্রশ্ন থাকবে ও তার উত্তর দেওয়ার জন্য চারটে অপশন থাকবে। কিন্তু, অবজেকটিভ টাইপ প্রশ্ন অনেক ধরনের হয়। যেমন, শূন্যস্থান পূরণ করতে বলা হয়। দেওয়া হয় বিকল্প উত্তর। সেগুলির মধ্যে কোনটি শূন্যস্থান পূরণের সঠিক উত্তর তা বেছে নিতে হয় পরীক্ষার্থীকে। তাঁর কথায়, এবার উচ্চমাধ্যমিকে ৫০ শতাংশ প্রশ্ন সহজ হবে। তবে মেধার আর শিক্ষার মানের কথা মাথায় রেখে ৩০ শতাংশ কঠিন প্রশ্ন তৈরির সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আর ২০ শতাংশ প্রশ্ন থাকবে উচ্চমেধার জন্য। পডুয়াদের বিষয়ভিত্তিক জ্ঞানের পাশাপাশি যুক্তি ও বিশ্লেষণাত্বক দক্ষতাও পরখ করার জন্য এমন ভাবে প্রশ্ন সেট করা হবে।




 
 
 
 



































































































































