হাঁসফাঁস গরম দক্ষিণবঙ্গে! তাপপ্রবাহে রাজ্যে মৃত্যু ২

0
1

রেল কর্তৃপক্ষের চরম উদাসীনতায় তীব্র দাবদাহে মৃত্যু হল অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার। মঙ্গলবার সকালে শিয়ালদহ-বনগাঁ শাখার বামনগাছি স্টেশনে প্রায় ঘণ্টাদেড়েক ওই বৃদ্ধা অসুস্থ হয়ে পড়ে থাকলেও এগিয়ে এল না কেউ। শেষে বৃদ্ধাকে উদ্ধার করে বারাসত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে, এদিন সোনারপুরে চলতি অটোতেই হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক প্রৌঢ়ার। অটোচালকের তৎপরতায় তাঁকে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম শাকিলা বিবি (৬২)। যোগাযোগ করা হয়েছে তাঁর পরিবারের সঙ্গে।

আরও পড়ুন- মাও দমনে বড়সড় সাফল্য, নেতা শঙ্কর রাও সহ ছত্তিশগড়ে নিকেশ ২৯ মাওবাদী