মাও দমনে বড়সড় সাফল্য, নেতা শঙ্কর রাও সহ ছত্তিশগড়ে নিকেশ ২৯ মাওবাদী

0
1

মাওবাদী দমনে বড়সড় সাফল্য। ছত্তিশগড়ের কাঙ্কেরে গুলির লড়াইয়ে কমপক্ষে ২৯ জন মাওবাদীকে নিকেশ করল নিরাপত্তা রক্ষীরা। নিহতদের মধ্যে রয়েছে শীর্ষ মাওবাদী নেতা শঙ্কর রাও, যাঁর মাথার দাম ছিল ২৫ লক্ষ টাকা। পাশাপাশি উদ্ধার হয়েছে সাতটি একে-৪৭ রাইফেল। সংঘর্ষে আহত হয়েছেন তিন জওয়ান। প্রতিবেদন প্রকাশ পর্যন্ত মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের সংঘর্ষ চলছে। মাও নেতা শঙ্কর রাওকে খতম করতে পারাকে বড়সড় সাফল্য হিসাবেই দেখছেন নিরাপত্তা আধিকারিকরা। তার বিরুদ্ধে খুন, অপহরণ-সহ একাধিক মামলা রয়েছে।

আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় ছত্তিশগড়ের কাঙ্কেরে ভোটগ্রহণ। ওই ভোটগ্রহণ ভেস্তে দিতে মাওবাদীরা সক্রিয় হয়েছে বলে গোপন সূত্রে খবর পৌঁছয় নিরাপত্তা বাহিনীর কাছে। এদিন দুপুর নাগাদ জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। দুপক্ষের মধ্যে ব্যাপক গুলির লড়াই চলে। কয়েক ঘন্টার লড়াইয়ে শীর্ষ মাওবাদী নেতা শঙ্কর রাও-সহ ২৯ মাওবাদী ক্যাডারকে খতম করতে সক্ষম হন নিরাপত্তা রক্ষীরা। দুপক্ষের মধ্যে এখনও সংঘর্ষ চলছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- কথা দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী, বার্নিশের ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে ঢুকল বাড়ি তৈরির টাকা