ব্যর্থ নারিনের শতরান, রাজস্থানের কাছে ২ উইকেটে হারলো কেকেআর

0
3

ব্যর্থ গেল সুনীল নারিনের শতরান। এদিন ফের হারের মুখ দেখল কলকাতা নাইট রাইডার্স। লিগ টেবিলের ফাস্ট বয় রাজস্থান রয়্যালের কাছে ২ উইকেটে হারলো শ্রেয়স আইয়রের দল। কেকেআরের হয়ে ব্যাট হাতে শতরান সুনীল নারিনের। ১০৯ রান করেন তিনি। রাজস্থানের হয়ে দুরন্ত ইনিংস খেলেন জস বাটলার।

ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ২২৩ রান করে কলকাতা। কেকেআরের হয়ে ১০৯ রান করেন সুনীল নারিন। তবে এদিন ব্যাট হাতে ব্যর্থ সল্ট। ১০ রান করেন তিনি। ৩০ রান করেন রঘুবংশী। অধিনায়ক শ্রেয়স আইয়র করেন ১১ রান। ২০ রানে অপরাজিত রিঙ্কু সিং। রাজস্থানের হয়ে দুটি করে উইকেট নেন আভেশ খান এবং কুলদীপ সেন। একটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট এবং যুজবেন্দ্র চ্যাহাল।

জবাবে ব্যাট করতে নেমে জয় তুলে নেয় রাজস্থান। সৌজন্যে জস বাটলার। ১০৭ রান করেন তিনি। তবে ব্যাট হাতে রাজস্থানের হয়ে ব্যর্থ ওপেনার যশ্বসী জসওয়াল। ১৯ রান করেন তিনি। ব্যর্থ অধিনায়ক সঞ্জুও। ১২ রন করেন তিনি। ব্যর্থ রিয়ান পরাগও। ৩৪ রান করেন তিনি। লড়াই করেন জস বাটলার। কেকেআরের হয়ে দুটি করে উইকেট নেন হর্ষিত রানা, সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী। একটি উইকেট নেন বৈভব।

আরও পড়ুন- কেন চলতি আইপিএল ব্যর্থ বিরাটরা ? অদ্ভুত যুক্তি সেহবাগের