রাজ্যবাসীর মঙ্গল কামনায় বাখরাহাটে বড় কাঁছারি মন্দিরে পুজো অভিষেকের

0
1

লোকসভা নির্বাচনের প্রাক্কালে জেলায় জেলায় ভোট প্রচারে ব্যস্ত তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (TMC genneral secretary Abhishek Banerjee)। উত্তরবঙ্গের প্রথম দফার নির্বাচনের প্রচার শেষ করেই এবার নিজের লোকসভা কেন্দ্রে পৌঁছে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ঘড়ির কাঁটায় তখন সোয়া ১টা, সাতগাছিয়া বিধানসভা অন্তর্গত বাখরাহাটের (Bakhrahat)বাবা বড় কাঁছারি মন্দিরে পুজো দিলেন ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী। রাজ্যবাসীর মঙ্গল কামনায় এদিন দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মন্দিরে যান তিনি। অভিষেক এলাকায় পৌঁছতেই তাঁকে দেখতে মানুষের ভিড় জমে যায়। তীব্র গরমকে উপেক্ষা করেই সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন অভিষেক।

এদিন অভিষেককে এক ঝলক দেখতে রাস্তার দুধারে প্রচুর মানুষ হাজির হন। কেউ ফুল, কেউ আবার ছবি উপহার দেন তাঁকে। উপস্থিত ছিলেন সাতগাছিয়া বিধানসভার বিধায়ক মোহন চন্দ্র নস্কর সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক ঝলক দেখতে বাখরাহাট স্কুল থেকে বড় কাঁছারি মন্দির পর্যন্ত উপচে পড়া ভিড় চোখে পড়ে এদিন।

তৃণমূল প্রার্থীও সকলের সঙ্গে হাসিমুখে শুভেচ্ছা বিনিময়ের পর রাজ্যবাসীর মঙ্গল কামনায় মন্দিরে পুজো দেন, শিবের মাথায় জল ঢালেন। তবে এদিন কোনও রাজনৈতিক মন্তব্য করেননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।