গরমে মেট্রো বিভ্রাট! স্টেশনে পরপর দাঁড়িয়ে ট্রেন, ভোগান্তি চরমে

0
1

যান্ত্রিক গোলযোগের কারণে থমকে গেল দমদম থেকে কবি সুভাষগামী মেট্রো পরিষেবা (Dumdum to Kavi Subhash Metro service interrupted)। মেট্রো রেল (metro rail) সূত্রে খবর বেলা সাড়ে ১১ টার কিছু সময় পরে আচমকাই শোভাবাজার (Sovabazar metro) মেট্রো স্টেশনে একটি গাড়িতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় গড়িয়াগামী মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। যার জেরে বেলগাছিয়া, দমদম স্টেশন গুলিতে পরবর্তী মেট্রো আটকে পড়ে। আপ এবং ডাউন দুই লাইনেই ট্রেন চলাচল ব্যাহত হয়েছে বলে খবর। অফিস টাইমে এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই ভোগান্তি বেড়েছে নিত্যযাত্রীদের। শেষ খবর পাওয়া পর্যন্ত বেলা সাড়ে বারোটাতেও স্বাভাবিক হয়নি মেট্রোপরিষেবা।