বাংলাদেশের ফরিদপুরে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ১৩ জনের। মঙ্গলবার সকালে ঢাকা-খুলনা জাতীয় সড়কের কানাইপুরের কাছে দুর্ঘটনার জেরে স্তব্ধ হয়ে যায় যান চলাচলও। দুর্ঘটনায় মৃতরা সবাই পিকআপ ভ্যানের যাত্রী ছিল বলে জানিয়েছে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক মহম্মদ সালাউদ্দিন।

সকাল ৮টা নাগাদ ঢাকা থেকে মাগুরাগামী একটি যাত্রীবাহী বাস ঢাকাগামী একটি পিকআপ ভ্যানকে মুখোমুখি ধাক্কা মারে কানাইপুরের দিকনগর এলাকায়। ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের ১১ যাত্রীর মৃ্ত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ৪ জনকে বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। সেখানে মৃত্যু হয় আরও ২ জনের। মৃতদের মধ্যে ছিলেন রফিক মোল্লা (৩৫), তাঁর স্ত্রী সুমি বেগম (২৩), তাঁদের দুই সন্তান রুহান মোল্লা (৬) ও হাবিব মোল্লা (৩), মর্জিনা বেগম নামে এক মহিলা। বাকিদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

ফরিদপুরের বোয়ালমারি উপজেলার বাসিন্দা রফিক মোল্লা একজন সরকারি কর্মী। ইদের ছুটি কাটিয়ে পরিবার নিয়ে তিনি ঢাকা ফিরছিলেন। পথেই মর্মান্তিক দুর্ঘটনায় পরিবারের সব সদস্যের মৃত্যু হয়। তাঁরা পিকআপ ভ্যানেই ছিলেন। দুর্ঘটনার সময় ছিটকে পড়ে তাঁদের মৃত্যু হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।










































































































































