প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার নতুন প্যানেলেও বেনিয়মের অভিযোগ, হাই কোর্টে চাকরি প্রার্থীরা

0
2

প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার নতুন প্যানেলেও স্বজন পোষণের অভিযোগ উঠল। এই অভিযোগ তুলে ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ চাকরি প্রার্থীরা।আদালতে অভিযোগ করা হয়েছে, নতুন প্যানেলেও নিয়ম মানা হয়নি। যারা বেশি নম্বর পেয়েছে তাদের পরিবর্তে কম নম্বর পাওয়া প্রার্থীদের জায়গা দেওয়া হয়েছে বলে অভিযোগ।
বিচারপতি রাজা শেখর মান্থার বেঞ্চে দায়ের হয়েছে মামলা। চাকরি প্রার্থীদের আইনজীবী জানিয়েছেন, মালদহ জেলায় প্রায় ১৩০০টি শূন্যপদ ছিল। নিয়োম অনুযায়ী, শূণ্যপদের দেড়গুণ প্যানেল তৈরি হয়। কিন্ত মালদহে সেই নিয়োগ মানা হয়নি। একই ধরনের দুর্নীতি বাকি জেলাতেও হয়েছে।জানা গিয়েছে, বিচারপতি মান্থা এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের বক্তব্য জানতে চেয়েছেন। আগামী ২৫ এপ্রিলের মধ্যে পর্ষদকে তাদের বক্তব্য লিখিত আকারে জানাতে হবে।

প্রসঙ্গত, ২০০৯ সালে মালদহ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়াতে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ। ক্ষমতায় আসার পর সেই প্যানেল বাতিল করে বর্তমান তৃণমূল সরকার। ২০১৫ সালে ফের লিখিত পরীক্ষা নেওয়া হয়। বাম আমলের সফল পরীক্ষার্থীদের একাংশ হাইকোর্টের দ্বারস্থ হন। আটকে যায় প্যানেল।হাই কোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দেয়, হাই কোর্টই মামলার নিষ্পত্তি করবে।ওই মামলায় ২০২১ সালে প্যানেল প্রকাশ করতে নির্দেশ দেন বিচারপতি তপব্রত চক্রবর্তী। শূন্যপদের নিরিখে যথাযথ নিয়ম মেনে প্যানেল প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়। ওই নিয়োগেই বেনিয়মের অভিযোগ তুলে ফের আদালতের দ্বারস্থ হয়েছেন চাকরি প্রার্থীরা।