‘মুখ’ বদলে এ কোন রূপে রাজকুমার! চমকে উঠল নেটপাড়া 

0
3

চরিত্রের প্রয়োজনে নিজেদের লুক নিয়ে নানা এক্সপেরিমেন্ট করতে দেখা যায় অভিনেতাদের। কিন্তু তাই বলে মুখ বদলে এহেন ভোলবদল! বলিউড অভিনেতা রাজকুমার রাওকে (Bollywood Actor Rajkumar Rao) দেখে রীতিমত চমকে উঠছে নেটপাড়া (Social Media)। সম্প্রতি দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে ‘স্ত্রী’ অভিনেতা উপস্থিত হতেই শুরু হয়েছে ট্রোলিং। নেটপাড়ার একাংশের দাবি, চেহারায় কারসাজি করেছেন রাজকুমার(Rajkumar Rao)। কিন্তু বি টাউনের জনপ্রিয় নায়ক নিজে কি তা মানছেন?

কৃত্রিম পদ্ধতিতে নিজেদের সৌন্দর্য বৃদ্ধি করিয়েছেন এমন অভিনেতা অভিনেত্রীর তালিকা বেশ দীর্ঘ। অস্ত্রোপচারের মাধ্যমে চেহারার বদল ঘটানোর কথা স্বীকারও করেছেন কেউ কেউ। রাজকুমারের থুতনি, চোয়াল দেখেও সার্জারির কথাই বলছে স্যোশাল মিডিয়া। রাজকুমার অবশ্য গোটাটাই অস্বীকার করেছেন। তাঁর সাফ কথা, ‘‘ না বাবা, কোনও ধরনের অস্ত্রোপচার করাইনি আমি।’’ কিন্তু ফ্যানেরা তা মানছেন না। খুব শীঘ্রই শিল্পপতি শ্রীকান্ত বোল্লার চরিত্রে দেখা যাবে অভিনেতা রাজকুমার রাওকে। সেই চরিত্রের জন্যই কি ভোলবদল? মেলেনি উত্তর।