বিজেপির প্রতিহিংসার রাজনীতি, অভিষেকের পর রাহুল গান্ধীর কপ্টারেও তল্লাশি!

0
2

নরেন্দ্র মোদি মুখে ৪০০ পার করার কথা বললেও আদপে দেশজুড়ে বিজেপির পায়ের তলার মাটি আলগা হয়েছে। লোকসভা ভোট যত এগিয়ে আসছে, ততই প্রতিহিংসার রাজনীতি বাড়াচ্ছে বিজেপি। কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে প্রতিদিন বিজেপি নেতানেত্রীদের ভয় দেখানোর পাশাপাশি এবার প্রচারের বাধা দেওয়ার কৌশল নিয়েছে পদ্ম শিবির। বিরোধীদের অভিযোগ নির্বাচন কমিশনও বিজেপির এজেন্টের মতো কাজ করছে।

গতকাল, রবিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে আয়কর হানা নিয়ে শোরগোল পড়েছিল। ঠিক তার পরদিন আজ, সোমবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কপ্টারে তল্লাশি চলল। তবে কংগ্রেস সাংসদের কপ্টারে আয়কর তল্লাশি নয়, হানা দিয়েছে খোদ নির্বাচন কমিশনের ‘ফ্লাইং স্কোয়াড’। শুধু রাহুলই নন, সোমবার ফ্লাইং স্কোয়াডের নজরে অভিষেকের কপ্টারেও। ভোটপ্রচারে হলদিয়ার উদ্দেশে রওনা দেওয়ার আগে অভিষেকের কপ্টার পরিদর্শনে গেলেন ফ্লাইং স্কোয়াডের তিন সদস্য।

জানা গিয়েছে, সোমবার নিজের কেন্দ্র কেরলের ওয়েনাড়ে যাওয়ার পথে রাহুল গান্ধীর কপ্টারে তল্লাশি চালান নির্বাচন কমিশনের টিম। ভোটের প্রচারের জন্য কপ্টার ভাড়া নিয়ে থাকেন রাজনৈতিক নেতা-নেত্রীরা। পুলিশ জানিয়েছে, দলের ভাড়া নেওয়া রাহুলের সেই চপারে হানা দেয় ‘ফ্লাইং স্কোয়াড’।

আরও পড়ুন- Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে