অসুস্থ মিঠুনকে হাঁসফাঁস গরমে প্রচারে নামিয়ে আরও অসুস্থ করল বিজেপি

0
1

ভোট বড় বালাই! প্রচণ্ড গরম ও তাপপ্রবাহের মধ্যেও জোর কদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। আগামী ১৯ এপ্রিল রাজ্যে প্রথম দফায় তিন আসনে ভোট গ্রহণ। তাই আবহাওয়াবিদদের সতর্কতা উপেক্ষা করেও হাঁসফাঁস গরমে ভোটের ময়দানে নেমে পড়েছেন প্রার্থী থেকে নেতানেত্রীরা।

কিছুদিন আগে শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মিঠুন চক্রবর্তী। তারকা প্রচারক হিসেবে উত্তরবঙ্গে মিঠুনকে ভোটের ময়দানে নামিয়েছে বিজেপি। আলিপুরদুয়ারে দলীয় প্রার্থী মনোজ টিগ্গার সমর্থনে প্রচারে নেমেছিলেন মিঠুন। আলিপুরদুয়ার ডিআরএম চৌপথি থেকে রোড শো আলিপুরদুয়ার চৌপথি পর্যন্ত হওয়ার কথা ছিল। কিন্তু মাঝপথে অস্বস্তি বোধ করায় মাধব মোড়েই হুডখোলা গাড়ি থেকে নেমে যান মিঠুন। রোড শো ছাড়তে বাধ্য হলেন অভিনেতা-রাজনীতিক। পায়ে হেঁটে বাকি পথ হাটলেন বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। তিনিও গরমে অসুস্থ হয়ে পড়েন। রাস্তার পাশে বিজেপি কর্মীরা প্রার্থীকে হাওয়া করতে শুরু করেন।

পরে অন্য গাড়িতে করে জটেশ্বরে রওনা দেন মিঠুন। অভিনেতাকে না দেখতে পেয়ে হতাশ অনেক মানুষ।