ডবল ইঞ্জিন রাজ্যে সর্বাধিক টাকার খেলা! বাজেয়াপ্ত-পরিসংখ্যান পেশ কমিশনের

0
1

নির্বাচন প্রক্রিয়া চলাকালীন হিসাব বহির্ভূত নগদ টাকা, অলঙ্কার, মদ-মাদক ইত্যাদি উদ্ধারে ৭৫ বছরের রেকর্ড ছাড়ানোর দাবি নির্বাচন কমিশনের। এখনও পর্যন্ত যে পরিসংখ্যান পেশ করা হয়েছে তাতে শীর্ষে বিজেপি শাসিত দুই রাজ্য। নির্বাচন মানেই বিপুল টাকার খেলার যে দাবি উঠে আসে তাকে যে কেন্দ্রের শাসকদল পথ দেখাচ্ছে নির্বাচনী বন্ড ইস্যুতেই তা সামনে এসেছিল। এবার কমিশনের রিপোর্টে আরও একবার তার প্রমাণ মিলল।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ১ মার্চ থেকে এখনও পর্যন্ত ৪৬৫০ কোটি টাকা অঙ্কের সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। গত লোকসভা নির্বাচনে যে অঙ্কটা ছিল ৩৪৭৫ কোটি টাকা। গত দেড় মাসে প্রতিদিন গড়ে ১০০ কোটি টাকার সামগ্রী বাজেয়াপ্ত বলেও দাবি মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের। নগদ টাকা বাজেয়াপ্ত হয়েছে ৩৯৫.৫ কোটি টাকা। নিয়ম বহির্ভূত সামগ্রী বাজেয়াপ্ত করার তালিকায় সবার আগে নাম বিজেপি শাসিত রাজস্থানের। সেখান থেকে বাজেয়াপ্ত সামগ্রীর মোট মূল্য ৭৭৮.৫২ কোটি টাকা।

সবথেকে আকর্ষণীয় মোদির নিজের রাজ্য গুজরাট রয়েছে এই তালিকায় দ্বিতীয় স্থানে। সেখানে বাজেয়াপ্ত সামগ্রীর মোট অঙ্ক ৬০৫.৩৫ কোটি টাকার। নির্বাচনে ঘোড়া কেনাবেচার যে রীতি বিজেপি সরকার গোটা দেশে ব্যাপকভাবে এনেছে তার ব্যতিক্রম হল না ১৮তম লোকসভা নির্বাচনও। এমনকি মাদক বাজেয়াপ্ত হওয়ার ক্ষেত্রেও প্রথম স্থানে গুজরাট। সেখান থেকে ৪৮৫.৯৯ কোটি টাকা মূল্যের মাদক বাজেয়াপ্ত হয়েছে।

অন্যান্য রাজ্যগুলির মধ্যে তামিলনাড়ুতে ৪৬০.৮৪ কোটি টাকা, মহারাষ্ট্রে ৪৩১.৩৪ কোটি, পঞ্জাবে ৩১১.৮৪ কোটি টাকা আর নয়াদিল্লিতে ২৩৬.০৬ কোটি টাকার সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে। বাংলা থেকে বাজেয়াপ্ত সামগ্রীর মোট পরিমাণ প্রায় ২১৯ কোটি টাকা। রাজ্য হিসাবে অষ্টম স্থানে রয়েছে বাংলা।