এক লক্ষ ভোটে জিতবেন প্রার্থী নির্মলচন্দ্র রায়, ধূপগুড়িতে বললেন ফিরহাদ

0
1

৪০ বছর রাজনীতি করছি। সেই অভিজ্ঞতা থেকে বলছি জলপাইগুড়ির প্রার্থী নির্মলচন্দ্র রায় ১ লক্ষ ভোটে জিতবেন। এই বলেই সোমবার ধূপগুড়িতে প্রচারের উত্তাপ বাড়িয়ে দিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। বর্ষবরণের দিন রবিবাসরীয় প্রচারে ঝড় তোলেন তিনি ধূপগুড়ির বিভিন্ন জায়গায় পদযাত্রা ও নির্বাচনী সভা করে, পাশাপাশি কথা বলেন সাধারণ মানুষের সাথেও। একইভাবে আজও ধূপগুড়ি শহর ও শহরতলির বিভিন্ন জায়গায় লোকসভা ভোটের প্রচার করেন ফিরহাদ। এদিন তিনি ধূপগুড়ি পুরসভার ১৬, ১ ও ৭ নম্বর ওয়ার্ডে প্রচার চালান। তিনি মানুষজনের সঙ্গে কথা বলেন এবং পথসভায় অংশ নেন।

আরও পড়ুন- বিজেপির অপকর্ম ঢাকার কৌশল! প্রধান বিচারপতির উপরে চাপসৃষ্টি করতে এবার ২১ জন প্রাক্তনের চিঠি