১) আজ আইএসএল-এর ম্যাচে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। এই ম্যাচে মোহনবাগানের দরকার তিন পয়েন্ট। কারণ লিগ-শিল্ড জিততে এই ম্যাচ জিততেই হবে সবুজ-মেরুন ব্রিগেডকে। আক্ষরিক অর্থেই সোমবার মুম্বই সিটির বিরুদ্ধে ‘ফাইনাল’ খেলতে নামছে মোহনবাগান।

২) আইপিএল-এ ফের জয়ে ফিরলো কলকাতা নাইট রাইডার্স। গতকাল ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে লখনৌ সুপার জায়ান্টকে ৮ উইকেটে হারালো শ্রেয়স আইয়রের দল। সৌজন্যে ফিলিপ সল্ট। ৮৯ রানে অপরাজিত তিনি। কেকেআরের হয়ে বল হাতে তিন উইকেট মিচেল স্টার্কের।

৩) জয়ে ফিরেছে কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেন্সে ১৬২ রান তাড়া করতে নেমে লখনৌ সুপার জায়ান্টসকে ২৬ বল বাকি থাকতে হারিয়েছে তারা। তারপরেও ব্যাটারদের কৃতিত্ব দিচ্ছেন না নাইট অধিনায়ক শ্রেয়স আয়ার। তাঁর মুখে বোলারদের কথা।
৪) লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে রবিবার দাপটের সঙ্গে জিতল কলকাতা নাইট রাইডার্স। সেই জয়ে বড় ভূমিকা ছিল ফিল সল্টের। ইংল্যান্ডের এই ওপেনার ম্যাচ শেষে জানালেন, খেলতে নেমে গলেই যাচ্ছিলেন। বলেন, “খুব গরম। মনে হচ্ছিল গলে যাব। তবে ঘরের মাঠে জিতে ভাল লাগছে।
৫) ক্রিস গেইল সঙ্গে কোমর দোলাচ্ছেন বিরাট কোহলি। সঙ্গে আবার পোলার্ড এবং মুথাইয়া মুরলীধরন । সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। এমনই পুরনো একটি ভিডিও হঠাৎ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে , বিরাট কোহলি, ক্রিস গেইল, মুথাইয়া মুরলীধরন এবং পোলার্ডকে একসঙ্গে নাচতে ।
আরও পড়ুন- Breakfast news : ব্রেকফাস্ট নিউজ







































































































































