বাংলা ‘সন্ত্রাসবাদী আশ্রয়স্থল’ মন্তব্য করতেই অনুরাগকে ধুয়ে দিলেন শশী

0
1
বাংলা জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় বাংলা জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল হয়েছে। বাংলায় নির্বাচনী প্রচারে এসে এমনইদাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের। তাঁর কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অধীনে পশ্চিমবঙ্গ কীভাবে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে জড়িতদের আশ্রয় দেওয়ার জন্য জড়িত, তার অনেক উদাহরণ রয়েছে৷ পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে নারীরা সুরক্ষা পায় না। দুর্নীতির এক একটা রেকর্ড তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। সন্ত্রাসবাদীরা দেশের যে কোনও প্রান্তে বা বেঙ্গালুরুতে কোনও নাশকতা চালালে কেন তারা পশ্চিমবঙ্গে এসে আশ্রয় পায়?’
অনুরাগ ঠাকুরের এমন মন্তব্যের জবাব দিতে দেরি করেনি তৃণমূল কংগ্রেস। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা পাল্টা বলেন, ভোটের সময় অনুরাগ ঠাকুরবিভ্রান্তি ছড়ানোর জন্য এমন কথা বলছেন। কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে ওনার মুখে কোনও কথা নেই। শশী পাঁজর কথায়, “উনি বাংলায় দাঁড়িয়ে বলছেন, বাংলা নাকি সন্ত্রাসবাদীরা আশ্রয় দেয়, এমন অমূলক দাবি করছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। উনি বিভ্রান্তি ছড়ানোর জন্য এমন কথা বলছেন। কিন্তু বাস্তবতা হল এই বাংলার পুলিশ অভিযুক্ত সন্ত্রাসবাদীরা গ্রেফতার করেছে।”
অনুরাগ ঠাকুরকে তোপ দেগে শশীর সংযোজন, “এর আগেও অনুরাগ ঠাকুর বাংলাকে কালিমালিপ্ত করতে বিদ্বেষভরা, ঘৃণা ভরা মন্তব্য করেছেন। কিন্তু একবারের জন্যও উনি বলছেন না বাংলার প্রাপ্য পাওনা কেন বন্ধ করা হয়েছে। জবাব নেই ওনার কাছে।”