বিতর্ক এড়িয়ে গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছে অজয় দেবগনের (Ajay Devgan) ছবি ‘ময়দান’ (Maidan)। রিলিজের আগেই সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে খেলা ভিত্তিক এই ছবি। বক্স অফিস কালেকশনের নিরিখে ‘বড়ে মিঞা ছোটে মিঞা’র তুলনায় খানিক পিছনে রয়েছে বটে কিন্তু সিনে বিশ্লেষকরা বলছেন এই ছবি ‘মাস’ দর্শকের থেকেই অনেক বেশি করে ‘ক্লাস’ দর্শকের জন্য তৈরি হয়েছে। এবার সিনেমা দেখে ফেললেন বাংলার মহারাজ। আপ্লুত সৌরভ গঙ্গোপাধ্যায় (Saurav Ganguly)বলছেন, এই ছবি মাস্ট ওয়াচ।

আজকের দিনে বলিউডে জীবনীচিত্র কিংবা স্পোর্টস ড্রামার রমরমা। সৌরভের বায়োপিক নিয়েই জোরকদমে কাজ চলছে। তবে অজয়ের ‘ময়দান’ ফুটবলারের গল্প বলেছে।পরিচালক অমিত শর্মা ভারতীয় ফুটবলের স্বর্ণযুগকে ফিরিয়ে এনেছেন বড় পর্দায়। ক্রিকেট তারকা নয় বরং পায়ে পায়ে ময়দানের লড়াইকে সম্মান জানিয়ে তৈরি হয়েছে এই ছবি। সৌরভ বলছেন, “আপনারা কেউ ‘ময়দান’ছবির দুর্দান্ত সিনেমাটিক অভিজ্ঞতা মিস করবেন না। ভারতের কালজয়ী ফুটবল কোচ সৈয়দ আবদুল রহিমের দুর্ধর্ষ গল্প উঠে এসেছে। ধরা পড়েছে ভারতীয় ফুটবলের স্বর্ণযুগের কথা। ভারতীয় ফুটবলের তারকাদের ছবি জীবন্ত করে তুলেছে এই ছবি। এটা একটা মাস্ট ওয়াচ ভারতীয় স্পোর্টস ছবি।” এভাবেই ময়দানকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন শাহিদ কাপুর, করণ জোহাররাও।




 
 
 
 



































































































































