রবিবাসরীয় সকালে আমেরিকায় বন্দুকবাজের হানা, শিশুসহ মৃত ২

0
1

ছুটির সকালে আচমকাই মার্কিন মুলুকে বন্দুকবাজের হানা (Mass shooting in Chicago today)। পুলিশ সূত্রে জানা যাচ্ছে শিকাগোর সাউথ ডামেন এলাকায় একটি পারিবারিক অনুষ্ঠান চলছিল। সেখানে আচমকাই বন্দুকবাজের দল হানা দেয়। ১৮ রাউন্ড গুলি চলে বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে এক যুবক ও এক শিশুর মৃত্যু হয়েছে। আরও ৭ জন গুরুতর জখম হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন ,দুই শিশুর অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক।

শিকাগোয় স্থানীয় সময় রবিবার সকালে হামলা চালায় দুই বন্দুকবাজ। ২৭ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। পরে পার্কে গুলি চালালে সেখানেই এক শিশু মারা যায়। বাকিদের শরীরের একাধিক জায়গায় গুলি লেগেছে বলে খবর মিলেছে। কারা এই কাণ্ড ঘটিয়েছেন তা এখনও স্পষ্ট নয়। তদন্তে নেমেছে পুলিশ। এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।