ম্যাচ জিতে ট্রফি জয় হলো না মহামেডানের, দিল্লির কাছে হারল সাদা-কালো ব্রিগেড

0
2

জিতে আইলিগ হাতে নেওয়া হলো না মহামেডান স্পোর্টিং ক্লাবের। আগেই আইলিগ চ্যাম্পিয়ন হয়ে ছিল দল। আজ ছিল নিয়মরক্ষার ম্যাচ। যেখানে ঘরের মাঠ যুবভারতীতে দিল্লি এফসির বিরুদ্ধে নেমে ছিল সাদা-কালো ব্রিগেড। সেই ম্যাচে ৩-১ গোলে হারে আন্দ্রে চের্নিশভের দল। যার ফলে ম্যাচ জিতে আর ট্রফি জয়ের স্বাদ হলো না ডেভিডদের।

এদিকে ম্যাচ শেষ হওয়ার পর উচ্ছ্বাসে মাতে মহামেডান ফুটবলাররা। উচ্ছ্বাসে মাতে সাদা-কালো সমর্থকরা। সমর্থকেরা ম্যাচের পর চিৎকার করতে থাকেন। মাঠেই খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে । মাঠে ট্রফি নিয়ে উচ্ছ্বাসে মাতেন ফুটবলাররা। এরপর সমর্থকরা ফুটবলারদের রোডশো করে অভ্যর্থনা জানান।

আরও পড়ুন- রোহিত কি যোগ দিতে চলেছেন চেন্নাইতে? জল্পনা উস্কে দিলেন এই প্রাক্তন ক্রিকেটার