নির্বাচনী প্রচারে ত্রিশূল হাতে দিলীপ! বিধিভঙ্গের অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ তৃণমূল 

0
3
নির্বাচনী আচরণবিধি চালুর মাঝেই এবার ত্রিশূল নিয়ে ভোটের প্রচারে বেরনোর অভিযোগ বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি (BJP) প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তবে প্রচারে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অভিযোগে সরব তৃণমূল কংগ্রেস (TMC)। তবে দিলীপের দাবি, আত্মরক্ষা নয়, দেশরক্ষার জন্য ত্রিশূল হাতে নিয়েছেন। যদিও দিলীপের বিরুদ্ধে অভিযোগ তুলে নির্বাচন কমিশনের (Election Commission of India) দ্বারস্থ হচ্ছে তৃণমূল। তৃণমূলের তরফে সাফ জানানো হয়েছে , দিলীপ ঘোষ কখনও লাঠি, কখনও ত্রিশূল নিয়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চাইছেন। আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাব।
রবিবার নববর্ষের প্রথম দিনেই প্রাতভ্রমণের পর একটি শিবমন্দিরে পুজো দিতে যান দিলীপ ঘোষ। সেখানে ত্রিশূল হাতে ছবি তোলেন বিজেপি প্রার্থী। যদিও সাংবাদিকদের প্রশ্নের জবাবে ত্রিশূল হাতে নিয়ে ছবি তোলার কারণ হিসাবে দিলীপের সাফাই যখন বিশ্বে অশুভ শক্তি আর পাপের প্রতাপ বেড়েছে, বাবা ত্রিশূল হাতে নিয়েছেন। তাণ্ডব নৃত্য করেছেন। আমার কুলদেবতা শিব। তাঁরই প্রেরণায় আমরা স্বচ্ছ ভারত এবং স্বচ্ছ রাজনীতি করতে চাই। ত্রিশূল তারই প্রতীক।’’
তবে এদিন শিবমন্দিরে পুজো দিয়ে দিলীপ চলে যান বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। তারপর স্থানীয় একটি বাজারে যান।