আগামিকাল ইডেনে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ লখনৌ সুপার জায়ান্ট। আর এই ম্যাচে সবুজ-মেরুন জার্সি পরে মাঠে নামবেন কে এল রাহুলরা। এদিন এমনটাই জানানো হয় লখনৌ-এর পক্ষ থেকে। গত বছরও ইডেনের ম্যাচে সবুজ-মেরুন জার্সি পরে মাঠে নেমেছিল লখনৌ। এবারও তাই করতে চলেছে সঞ্জীব গোয়েঙ্কার দল ।
এদিন লখনৌর পক্ষ থেকে একটি ছবি পোস্ট করা হয়েছে। যেখানে রাহুল- ক্রুনাল-নবীন উল হককে দেখা যাচ্ছে সবুজ-মেরুন জার্সি পড়া। আর ক্যাপশণে লেখা, ‘বড় খেলার জন্য নতুন রং’। পাশে সবুজ-মেরুন রঙের ভালোবাসার ইমোজি। তার সঙ্গে বাংলায় লেখা, ‘কাল দেখা হবে’।

চলতি আইপিএল-এ শুরুটা ভালোই করেছে কেকেআর। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নাইটরা। লখনউয়ের পয়েন্টও ৬। তবে তাঁরা একটি ম্যাচ বেশি খেলেছে। নাইটদের মেন্টর গৌতম গম্ভীর গত বছর লখনউ দলের দায়িত্বে ছিলেন। এবার তিনি কলকাতায়। তাই লড়াই যে জমবে তা বেশ টের পাচ্ছে ক্রিকেট মহল।
আরও পড়ুন- কোন বোলারের বল আতঙ্ক ছিল বিরাটের কাছে, জানালেন নিজেই









































































































































