আসন্ন লোকসভা ভোটের ময়দানে এবার দেশের “সেরা প্লেয়ার” বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সংবাদ সংস্থাকে দেওয়া একটি সাক্ষাৎকারে এমনটাই দাবি করলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম। শুধু তাই নয়, এবার ভোট পশ্চিম বাংলায় ৪২ আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস জিতবে বলেই মনে করেন দেশের প্রাক্তন প্রতিরক্ষা ও অর্থমন্ত্রী।

ওই সাক্ষাৎকারে পি চিদম্বরম বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্বাচনের প্রধান খেলোয়া়র। তিনিই ইন্ডিয়া ব্লকের কাণ্ডারি। রাজ্যে দুর্গের মতো করে আগলে রেখেছে। তিনিই কি তবে এবারের লোকসভার ফ্যাক্টর? জবাবে পি চিদম্বরম বলেন, “এই লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। নিঃসন্দেহে তিনি এই নির্বাচেন একটি কি ফ্যাক্টর।”

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করার পাশাপাশি বিজেপির ধর্মীয় ও সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধেও মুখ খোলেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী। চিদাম্বরমের কথায়, হিন্দুধর্ম বা হিন্দুরা কোনও হুমকি বা বিপদের মুখে পড়েনি। বিরোধীদের হিন্দু বিরোধী এবং প্রধানমন্ত্রীকে হিন্দুদের ‘রক্ষাকর্তা’ হিসাবে তুলে ধরার কাজই বিজেপি পরিকল্পিত কৌশল। এমনকী ২০১৯ সালের লোকসভা নির্বাচনের তুলনায় কংগ্রেসের আসন সংখ্যা আরও বাড়বে বলেও দাবি করেন চিদাম্বরম।
আরও পড়ুন- পাশে আছেন: রাজবংশীদের সঙ্গে বৈঠকে বার্তা অভিষেকের, তৃণমূলকেই সমর্থনের আশ্বাস প্রতিনিধিদের






































































































































