আয়কর রিটার্ন জমা করেননি? বড় জরিমানার মুখে পড়তে চলেছেন করদাতারা!

0
1

নির্ধারিত সময় পেরিয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত আয়কর রিটার্ন (IT Return) জমা করেননি এমন করদাতাদের (Tax payers) বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে চলেছে আয়কর দফতর (Income Tax Department)। আগামী সোমবার অর্থাৎ ১৫ এপ্রিল থেকেই জবাবদিহি চাওয়ার প্রক্রিয়া শুরু হতে চলেছে বলেই খবর।

আয়কর দফতর সূত্রে জানা গেছে, যে প্রায় দেড় কোটি এমন মানুষ আছেন যাঁরা ট্যাক্স দেওয়ার মতো অর্থ উপার্জন করেন কিংবা টিডিএস কাটার পরেও রিটার্ন জমা দেননি। এবার তাঁদের কাছেই পৌঁছবে কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ (CBDT)।২০২২-২৩ অর্থবর্ষে মোট করদাতার সংখ্যা ছিল প্রায় ৮ কোটি ৯০ লক্ষ। কিন্তু রিটার্ন ফাইল করেছেন ৭ কোটি ৪০ লক্ষ মানুষ। যার মধ্যে আবার রিভাইজড রিটার্নও রয়েছে। সব মিলিয়ে প্রায় ১ কোটি ৯৭ লক্ষ করদাতা টিডিএস কাটা সত্ত্বেও রিটার্ন জমা করেননি বলে রিপোর্ট জমা পড়েছে। মাসু দুয়েক আগে এনাদের কাছে নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু তাতে ইতিবাচক ফল না মেলায় এবার দফতরের তরফে আধিকারিকদের কাছে নির্দেশ গেছে, যথাযথ তথ্য ও নথি নিয়ে ওই করদাতাদের কাছে পৌঁছতে হবে। জানতে চাওয়া হবে, কেন তাঁরা রিটার্ন ফাইল করেননি। প্রয়োজনে কড়া জরিমানা করা মনে করা হচ্ছে। তবে যেসব করদাতারা রিটার্ন না জমা করার যথাযথ কারণ দেখাতে পারবেন , তাঁদের নতুন করে সুযোগ দেওয়া হবে।