জ্যোতিপ্রিয় থেকে বাকিবুর, সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু ইডি-র

0
2

জ্যোতিপ্রিয় মল্লিকের শান্তিনিকেতনের ‘দোতারা’ বাড়ি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED)। সেই সঙ্গে প্রাক্তন মন্ত্রীর সল্টলেকের বাড়িও বাজেয়াপ্ত করা হয়। রেশন বন্টন মামলায় তদন্তের ভিত্তিতে সম্পত্তি বাজেয়াপ্ত করার (attached) প্রক্রিয়ার শুরুতেই ৪৮টি সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রধানমন্ত্রী নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বাজেয়াপ্ত করা টাকা সাধারণ মানুষের মধ্যে বন্টনের বিতর্কিত ঘোষণা করার পরেই বাংলায় তৎপরতা শুরু ইডি-র।

খাদ্যবন্টন মামলায় এখনও পর্যন্ত ৩৫০ কোটি টাকা দুবাইতে পাঠানোর তথ্য পেশ করেছে ইডি। সেই মামলাতেই রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দুটি বাড়ি বাজেয়াপ্ত করার পাশাপাশি উপহার পাওয়া সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়। প্রাক্তন মন্ত্রীর পাশাপাশি এই মামলায় যুক্ত বাকিবুর রহমানের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়াও শুরু করে রাজ্য সরকার। বাকিবুরের কলকাতা ও ব্যাঙ্গালুরুর দুটি হোটেল বাজেয়াপ্ত করা হয় এই পর্যায়েই। ইডি-র দাবি ১০ কোটি টাকা মূল্যের ১১টি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।