নির্বাচনী প্রতিশ্রুতি নয়। যেমন কথা তেমন কাজ। গ্রামবাসীদের পানীয় জলের দীর্ঘদিনের সমস্যা জানা মাত্রই সমাধান। অভিযোগ পাওয়ার মাত্র ১০ দিনের মধ্যেই শুরু হল পিএইচির জল প্রকল্পের কাজ। মেটেলি ব্লকের পাদ্রি কুঠির এলাকায় গত ৪ বছর ধরে জল প্রকল্পের কাজ বন্ধ হয়েছিল। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে জলের পাইপ লাইনের কাজ শুরু হওয়ায় খুশি এলাকার মানুষজন। তাঁরা মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়েছেন।
গত ২ এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে ছিলেন। রাত্রি যাপন করেছিলেন চালসার একটি বেসরকারি রিসর্টে। মুখ্যমন্ত্রী গ্রামে এসেছেন এই খবর পেয়েই সমস্যার কথা জানাতে মাটিয়ালী বাতাবাড়ী ১ নং গ্রাম পঞ্চায়েতের পাদ্রি কুঠির গ্রামবাসীরা পৌঁছে গিয়েছিলেন সেই বেসরকারি রিসোর্ট এর সামনে।
গ্রামের হাজার হাজার মানুষ পানীয় জল সমস্যার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রীআর কাছে। তাঁর নির্দেশে তৎপরতা শুরু হয় পিএইচই দফতরের। ইতিমধ্যেই ওই এলাকায় পাইপ লাইন পাতার কাজ শুরু হয়েছে।
জানা গেছে, এই জলের কাজ বহু দিন আগে চালু হওয়ার পর কোন কারনে বন্ধ হয়ে যায়। এরপর মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সেই কাজ আবার চালু হল। ভোটের পর ৭০০ বাড়িতে জলের কানেকশন দেওয়া হবে বলে জানিয়েছে ঠিকাদার সংস্থা।