ইরান বা ইজরায়েল যাবেন না, জরুরি ঘোষণা বিদেশমন্ত্রকের

0
3

ইরান ও ইজরায়েলের বর্তমান পরিস্থিতির জেরে জরুরি বিজ্ঞপ্তি জারি করল ভারতের বিদেশমন্ত্রক। দুই দেশের মধ্যে যে কোনও সময়ে যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে, সেই দিকে নজর রেখেই ভারতীয়দের ইরান ও ইজরায়েল যাত্রা বন্ধ রাখার পরামর্শ দেওয়া হল মন্ত্রকের তরফে। অন্যদিকে এই দুই দেশে থাকা নাগরিকদের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছেন।

হামাসকে সাহায্যের ‘খেসারত’ হিসাবে ইরানকে নিজেদের টার্গেট ধরে নিয়েছে ইজরায়েল। ইজরায়েলের ইরানি দূতাবাসে গুরুতর হামলা চালায় ইজরায়েল। এবার প্রত্যুত্তর দিতে প্রস্তুতি সারা ইরানের। বিভিন্ন সূত্রে আশঙ্কা আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ইজরায়েলে আক্রমণ চালাতে পারে ইরান। সেই সতর্কতা অনুসারে এবার নিজের দেশের মানুষকে সাবধানতা অবলম্বনের বার্তা বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের। নির্দেশিকায় আগামী নির্দেশিকা পর্যন্ত ইরান ও ইজরায়েলে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দুই দেশে বসবাসকারী ভারতীয়দের দূতাবাসে যোগাযোগেরও বার্তা দেওয়া হয়েছে।