দিল্লির (Delhi) পর এবার ঝাড়খণ্ডেও (Jharkhand) মহাসমাবেশ করতে চলেছে বিরোধী জোট। লোকসভা নির্বাচনের (Loksabha Election) মুখে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Aravind Kejriwal) কেন্দ্রের মোদি সরকারের (Modi Govt) গ্রেফতারির প্রতিবাদে মহাসমাবেশের ডাক দিয়েছিল বিরোধী জোট। আর সেই সভা থেকেই কেন্দ্রের গাজোয়ারি ও রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে রামলীলা ময়দান থেকেই চলতি লোকসভা নির্বাচনে মোদিকে উৎখাতের আওয়াজ তোলেন। দিল্লির মহাসমাবেশে তৃণমূল কংগ্রেসের তরফে উপস্থিত হন সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও সাগরিকা ঘোষ। দিল্লির পর এবার ঝাড়খণ্ডে কেন্দ্রের তুঘলকি পদক্ষেপের বিরুদ্ধে এককাট্টা হতে চলেছে বিজেপি বিরোধী জোট। আগামী ২১ এপ্রিল রাঁচিতে সেই মহাসমাবেশ উপলক্ষে শুরু হয়েছে জোর প্রস্তুতি। ‘গণতন্ত্র বাঁচাও’ নামে বিরোধী জোটের সেই সমাবেশে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরাও হাজির থাকবেন বলে খবর। তবে কারা সেদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বর্তমানে জেলবন্দী। লোকসভা নির্বাচনের আগেই হেমন্তকে রাজনৈতিক ভাবে জব্দ করতে না পেরে গাজোয়ারি করে মিথ্যা মামলায় তাঁকে গ্রেফতার করে জেলে পাঠিয়েছে কেন্দ্রের মোদি সরকার। তবে হেমন্তের স্ত্রী কল্পনা সোরেন চলতি সপ্তাহেই তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে ২১ এপ্রিল রাঁচিতে বিরোধী জোটের মহাসমাবেশে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। হেমন্তের গ্রেফতারির প্রতিবাদেই এই সমাবেশের আয়োজন করা হয়েছে। সূত্রের খবর, সেখান ওইদিনের সমাবেশ থেকেই একপ্রকার ভোট প্রচার শুরু করবে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। সমাবেশ আয়োজনের সর্বাগ্রে রয়েছেন হেমন্তের স্ত্রী কল্পনা সোরেন। তবে লোকসভা নির্বাচনের কারণে এই মুহুর্তে প্রচারে ব্যস্ত রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেকারণে তিনি আসতে না পারলেও দলের কোনও প্রতিনিধি ঝাড়খণ্ডের সমাবেশে হাজির থাকবেন দলের প্রতিনিধিরা।











































































































































