কাঁকুড়গাছির জনবহুল এলাকায় অগ্নিকাণ্ড। শুক্রবার, রাত আটটা নাগাদ কাঁকুড়গাছির বহুতল বিপণি লাগোয়া একটি ঘুমটিতে আগুন লাগে। এরপর আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে গোটা বস্তিতেই। সিলিন্ডার বিস্ফোরণের জেরেই অগ্নিকাণ্ড বলে প্রাথমিক তদন্তে অনুমান। দমকলের একাধিক ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। এখনও হতাহতের খবর পাওয়া যায়নি। ঘনবসতিপূর্ণ এলাকা এবং পাশে বহু দোকান থাকায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। আশপাশের অঞ্চল থেকে মানুষজনকে সরিয়ে দেওয়া হয়েছে।
এলাকার লোকজন জানাচ্ছেন, প্রথমে স্থানীয়রাই ছুটে গিয়ে আগুন নেভাতে চেষ্টা করেন। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে গোটা বস্তিতেই। তারপর খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে প্রথমে দমকলের ৩টি ইঞ্জিন পৌঁছয়। ঘণ্টাখানেক পর আগুন নিয়ন্ত্রণে আসে। কাঁকুড়গাছির ওই বস্তিতে অনেকগুলি পরিবারের বাস। সেখানে কী করে আগুন লাগল, তা স্পষ্ট নয়। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।
আরও পড়ুন- শিল্পা-ঋতুপর্ণা ভাইরাল ভিডিও বিতর্কে মুখ খুললেন টলিউড অভিনেত্রী





































































































































