সাতসকালে হরিয়ানায় উল্টে গেল স্কুল বাস, মৃত একাধিক পড়ুয়া! 

0
3

ইদ (Eid) উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও হরিয়ানার (Haryana) একটি বেসরকারি স্কুল খোলা ছিল। পড়ুয়াদের নিয়ে স্কুলে যেতে গিয়েই দুর্ঘটনার মুখে পড়লো বাস। নিয়ন্ত্রণ হারিয়ে নারাউলের কাছে রাস্তার ধারে উল্টে যায় স্কুল বাস (School bus accident)। বেশ কয়েক জন পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। আহত হয়েছে অনেকে। যদিও সঠিক সংখ্যাটা এখনও পর্যন্ত জানা যায়নি।

বাস দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে পুলিশ ও দমকল। বাস চালক (Bus Driver) নিজেও গুরুতর আহত হয়েছেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণেই বাস উল্টে যায়। বাসের ফিটনেস সার্টিফিকেটের কাগজপত্র ঠিক নেই বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। বাসে ঠিক কতজন ছিলেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।